মোঃ আমিনুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলাতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১ জন শিশুসহ ৫ জন আহত হয়েছেন। ৭ জুলাই সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে এসে পৌছালে শেরপুর থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিয়াম পরিবহনের বাসটি সিএনজিকে সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে আহত সিএনজি চালক বাবলাসহ তন্ত্রা ও তার স্বামী প্রসনজিৎ, সেতু ও ইমরানসহ ৪ যাত্রী। ঘটনা স্থলেই নিহত হন তন্ত্রা ও প্রসনজিৎ দম্পত্তির শিশু কন্যা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, আমরা সিয়াম পরিবহনের বাসটি আটকসহ ঘটনাস্থল থেকে দুমড়েমুচরে যাওয়া সিএনজিটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। এ সংক্রান্তে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।