৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

১০ জুলাই এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ, অনলাইন ও এসএমএসেই জানা যাবে ফলাফল

নিজস্ব প্রতিনিধি:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এই তারিখে ফল ঘোষণা করা হবে। তবে ফল দেখার পদ্ধতিতে এবার কোনো পরিবর্তন আসছে না।

শিক্ষার্থীরা আগের নিয়ম অনুযায়ীই অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ফলাফল দেখতে শিক্ষার্থীদের www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সাল প্রবেশ করাতে হবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সাধারণ শিক্ষা বোর্ডের ফল জানতে SSC লিখে বোর্ডের সংক্ষিপ্ত নাম, রোল নম্বর ও সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে Dakhil MAD রোল নম্বর 2025 লিখে একই নম্বরে পাঠাতে হবে, তবে তাদের প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের জন্য SSC TEC রোল নম্বর 2025 লিখে পাঠাতে হবে। শিক্ষার্থীরা চাইলে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানরা EIIN নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখতে পারবেন।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে, যার মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষা বোর্ডের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ নিশ্চিত করা হবে, তবে ১০ জুলাইই ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top