৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিদেশি পর্যবেক্ষক বাছাইয়ে নতুন নীতি: বিগত তিন নির্বাচন ‘বৈধ বলা’ বলাদের নেবে না ইসি

নিজস্ব প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেসব বিদেশি পর্যবাচক গত তিন নির্বাচনকে ‘ভালো’ বা ‘গ্রহণযোগ্য’ বলে মূল্যায়ন করেছেন, তাদের পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না। মঙ্গলবার (৮ জুলাই) কানাডার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।

নাসির উদ্দিন বলেন, “ইইউসহ বিভিন্ন দেশ ও সংস্থা ইতিমধ্যে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়েছে। তবে আমরা এমন পর্যবেক্ষকদের নেব না যারা বিগত তিন নির্বাচনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।” তিনি কানাডার রাষ্ট্রদূতকে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানান, যার মধ্যে ভোটার সচেতনতা কর্মসূচি এবং বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারসহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে সিইসি জানান। তিনি বলেন, “কানাডা আমাদের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকারে সন্তুষ্ট হয়েছে। তারা ব্যালট প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী।”

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নতুন এ নীতির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে। আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইসি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top