আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলের সম্ভাব্য কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি স্পষ্ট করে বলেন, “আল-কুদসের দখলদার শাসন যদি আবার আক্রমণ করে, আমাদের প্রতিক্রিয়া হবে আরও তীব্র, কার্যকর এবং তাদের জন্য গভীর অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে।”
শেকারচি ডিফাপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক সাফল্যের কথা উল্লেখ করে বলেন, “বারো দিনের এই যুদ্ধে আমরা জায়নবাদী শাসনের উপর কঠোর আঘাত হেনেছি এবং তাদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছি।” ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনি যোগ করেন, “ভবিষ্যতে কোনো ইসরাইলি আক্রমণে ইরান আর কোনো সীমারেখা মানবে না।”
গত ১৩ জুন ইসরাইলের হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা, পারমাণবিক বিজ্ঞানী এবং শতাধিক বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ইরান ‘ট্রু প্রমিজ থ্রি’ নামে ব্যাপক প্রতিশোধমূলক অভিযান চালায়। এই অভিযানে ইরান প্রথমবারের মতো তাদের নতুন প্রজন্মের স্থানীয়ভাবে নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা ইসরাইলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত স্থাপনায় আঘাত হানে।
২৪ জুন ইসরাইল একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে জানানো হয়। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই সতর্কতা আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে এবং ভবিষ্যতে কোনো সংঘর্ষে দুই পক্ষের মধ্যে লড়াই আরও ভয়াবহ রূপ নিতে পারে।