৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জবিতে ক্লাস মনিটরিং সফটওয়্যার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

০৭ জুলাই ২০২৫, সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা বিভিন্ন সেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সভাপতিত্বে আয়োজিত এ ওরিয়েন্টেশনে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, আইসিটি সেলের পরিচালক এবং প্রতিটি বিভাগের ক্লাস প্রতিনিধিরা (সিআর) অংশগ্রহণ করেন।

উপাচার্য মহোদয় অধ্যাপক ড. মোহা: রেজাউল করিম বলেন, “বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করতে যাচ্ছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সচেতনতার মাধ্যমে আমরা এর পূর্ণ সফলতা পাব।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি আগামী মাসেই এই সফটওয়্যারটির বাস্তবায়ন শুরু হবে। এতে শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে এবং একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে।”

ওরিয়েন্টেশন কর্মশালার বিভিন্ন সেশনে সফটওয়্যারটির ব্যবহারবিধি, তথ্য ইনপুট পদ্ধতি এবং অন্যান্য কারিগরি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সফটওয়্যারটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মোঃ হাফিজুর রহমান। বিভিন্ন বিভাগের ক্লাস প্রতিনিধিরা (সিআর) তাদের মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এ বিষয়ে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন সেশনে উপস্থিত বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা এ ধরনের উদ্ভাবনী উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা মনে করেন, এই সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার মান বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, জবি আইসিটি সেলের তত্ত্বাবধানে এই সফটওয়্যারটি পরিচালিত হবে এবং বিভাগীয় চেয়ারম্যানরা সংশ্লিষ্ট বিভাগের ক্লাস প্রতিনিধিদের সহায়তা করবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top