৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উজিরপুরে মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থীর অভিভাবকের কাছে অনুদানের চেক তুলে দিলেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর বরিশাল প্রতিবেদক:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার অদম্য মেধাবী এক মেডিকেল কলেজ শিক্ষার্থীকে অনুদানের চেক তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার ওটরা ইউনিয়নের চেরাগালী নামক গ্রামের নেত্রকোনা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ফাহিমা আক্তারকে অনুদানের চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

০৮ জুলাই সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শিক্ষার্থীর পক্ষে অনুদানের চেয়ে গ্রহণ করেন তার বাবা আবুল কাশেম।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন,উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারী মোঃ খোকন সরদার ও প্রমূখ।
শিক্ষা অনুরাগী এই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা উজিরপুর উপজেলা প্রশাসন জেলা প্রশাসন ও বিভাগীয় কার্যালয় থেকে মেধাবী শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখবো।
যাতে করে গরিবপরিবারের মেধাবী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার অনুপ্রেরণা ও সর্বাত্মক সুযোগ পায়। উল্লেখ্য এ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্প্রীতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে পরীক্ষার প্রস্তুতি ও লেখাপড়ার খোঁজখবর নিয়ে সুনাম ও খ্যাতি অর্জন করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top