মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী দেরকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
৮ জুলাই সকাল ১১:৩০ মিনিটে উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে ছাত্রসম্মানায়ক মোঃ রিয়াজ উদ্দিনের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন, জামায়েত ইসলামের সেক্রেটারি মোঃ খোকন সরদার, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু ,সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ তারিক আল মামুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ ক্রীড়া শিক্ষক ও প্রতিনিধিবৃন্দ।
এ সময় ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০ টি ফুটবল, দশটি ভলিবল, দশ সেট ক্রিকেট সামগ্রী, দশটি ক্রামবোর্ড সেট ও দশ সেট দাবার কোড বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজনৈতিক নেতা কর্মী ও শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিদেরকে মাদক ও মোবাইল আসক্তি থেকে বিরত রাখার জন্য সর্বোত্তম সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন যে সকল শিক্ষার্থী ও যুবসমাজ ক্রীড়া চর্চা করে তারা কখনো মাদককে আসক্ত হন না। এমনকি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি। তাই শিক্ষার্থী ও যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে ফিরে এসে মাঠে নামারা আহ্বান জানান।