২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রতিরক্ষা সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারণা, আইএসপিআর’র সতর্কতা

নিজস্ব প্রতিনিধি:

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় জাল করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ তথ্য নিশ্চিত করে।

সংস্থাটি জানিয়েছে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল একাধিক মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ আইডি থেকে প্রতিরক্ষা সচিবের নাম ও পদবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনৈতিক সুবিধা দাবি করছে। এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের শিকার হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

আইএসপিআর স্পষ্ট করে বলেছে, এ ধরনের জালিয়াতি ও প্রতারণার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্থাটি সাধারণ জনগণকে এ ধরনের কোনো অনুরোধ বা প্রস্তাব পেলে সতর্ক থাকতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top