নিজস্ব প্রতিনিধি:
বাংলা চলচ্চিত্রের খলনায়ক হিসেবে পরিচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার এক সহযোগীর বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা দায়ের করেছেন এক তরুণী। ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালতে মঙ্গলবার মো. রাশিদা আক্তার নামের এই পোশাককর্মী এ মামলা করেন, যাতে ডিপজলের পাশাপাশি মো. ফয়সালকেও আসামি করা হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন।
এখন পর্যন্ত মামলার অভিযোগের সত্যতা বা ডিপজলের বিবৃতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই মামলা চলচ্চিত্র অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে বলে জানা গেছে। সিআইডি’র তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।