১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় বৃষ্টির তাণ্ডব: ঘরবাড়ি প্লাবিত, মানুষ আশ্রয়কেন্দ্রে

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় টানা তিন দিনের ভারী বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে, যা জনজীবন চরমভাবে ব্যাহত করেছে।

টানা বৃষ্টির কারণে পানি বেড়ে দীঘিনালা-মাইনি সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার গুরুত্বপূর্ণ হেডকোয়ার্টার স্টিল ব্রিজ পানির নিচে তলিয়ে গেছে, ফলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার মেরুন ১ নম্বর এলাকা। ওই অঞ্চলের শতাধিক ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। পানিবন্দি মানুষজন আশ্রয় নিয়েছে মেরুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারের সংখ্যা ক্রমশই বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে মেরুন বাজারসহ উপজেলার আরও কয়েকটি অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করা হবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top