বিনোদন ডেস্ক:
পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মৃতদেহ মঙ্গলবার (৮ জুলাই) করাচির একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর তার একটি পুরনো সাক্ষাৎকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি শোবিজ ইন্ডাস্ট্রির ভণ্ডামি ও কৃত্রিমতার সমালোচনা করেছিলেন।
২০১৩ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা হুমাইরা আলী জিশান, দীপক পরওয়ানি প্রমুখ খ্যাতনামা ডিজাইনারদের সাথে কাজ করেছেন। ‘জিলেবি’ ও ‘লাভ ভ্যাকসিন’ চলচ্চিত্রে অভিনয় এবং ২০২২ সালের রিয়েলিটি শো ‘তামাশা’তে অংশগ্রহণের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
ভাইরাল হওয়া সাক্ষাৎকারে হুমাইরা বলেছিলেন, “এই ইন্ডাস্ট্রিতে অনেকে মুখে হাসি ঝুলিয়ে রাখে – যেটা আমি পারি না। আমি কখনো এই ভুয়া সৌজন্য শিখতে চাইনি।” তার এসব মন্তব্য এখন মৃত্যু-পরবর্তী সময়ে নতুনভাবে আলোচিত হচ্ছে।
করাচি পুলিশ জানিয়েছে, হুমাইরার মৃত্যুর সঠিক কারণ ও সময় নির্ধারণে ফরেনসিক পরীক্ষা চলছে। তার মৃত্যু শোবিজ অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে এবং অনেক সহকর্মী ও ভক্ত সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন। এই ঘটনা শিল্পজগতের নারীদের মানসিক চাপ ও নিঃসঙ্গতা নিয়ে নতুন করে ভাবনার সূত্রপাত করেছে।