১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আইসিসি র‌্যাংকিংয়ে তাওহিদ-জাকেরের উল্লম্ফন, তাসকিন বাংলাদেশের শীর্ষ বোলার

নিজস্ব প্রতিনিধি:

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হলেও আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের দুই তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বুধবার প্রকাশিত সাপ্তাহিক র‌্যাংকিং হালনাগাদে জাকের ৩২ ধাপ লাফিয়ে ৫৯তম এবং তাওহিদ ৭ ধাপ এগিয়ে ৫১তম স্থানে পৌঁছেছেন।

তিন ম্যাচের সিরিজে জাকের অনিক ১০২ রান সংগ্রহ করেন, যার মধ্যে একটি অর্ধশতকও রয়েছে। অন্যদিকে তাওহিদ হৃদয় দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ধারাবাহিকভাবে ৫১ রান করে মোট ১০৩ রান তোলেন। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তানজিদ হাসান ১৯ ধাপ এগালেও লিটন দাস ৮ ধাপ ও নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়েছেন।

বোলারদের র‌্যাংকিংয়ে তানজিম হাসান সিরিজে ৬ উইকেট নিয়ে ১৮ ধাপ উন্নতি করে ৯২তম স্থানে পৌঁছেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন তাসকিন আহমেদ, যিনি ২ ধাপ এগিয়ে ২৬তম অবস্থানে আছেন। তবে মুস্তাফিজুর রহমান ১১ ধাপ ও মেহেদী হাসান মিরাজ ১ ধাপ পিছিয়েছেন।

শ্রীলঙ্কার পক্ষে ব্যাটসম্যান কুশাল মেন্ডিস ১০ ধাপ লাফিয়ে দশম স্থানে উঠেছেন, যিনি সিরিজে ২২৫ রান করেন। বোলারদের তালিকায় ওয়ানিন্দু হাসারাঙ্গা ৯ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে অষ্টম স্থান দখল করেছেন। ব্যাটসম্যান ও বোলার উভয় বিভাগেই শীর্ষে রয়েছেন যথাক্রমে ভারতের শুবমান গিল ও শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।

সিরিজের একমাত্র জয়ে বাংলাদেশের পক্ষে তানভির ইসলাম ৫ উইকেট নিয়েছিলেন, কিন্তু র‌্যাংকিংয়ে তার অবস্থান পরিবর্তন হয়নি। এই র‌্যাংকিং হালনাগাদে বাংলাদেশি ক্রিকেটারদের মিশ্র ফলাফল দেখা গেলেও তরুণ খেলোয়াড়দের উন্নতি আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top