মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের তিনানী ছনকান্দা গ্রামের বাসিন্দা পানিতে ডুবে নিহত দুই শিশু কন্যার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
৯ ই জুলাই বুধবার উপজেলা নির্বাহী অফিসারের
কার্যালয়ে শোকাহত ২ পরিবারের হাতে আর্থিক সহায়তার প্রত্যেককে ২০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন সহ নিহত ২ শিশুকন্যার পরিবারের সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৮ ই জুন নিখোঁজের প্রায় ২০ ঘন্টা পর শেরপুরের শ্রীবরদীতে দুই শিশু কন্যার বিবস্ত্র লাশ পাওয়া যায়।
শ্রীবরদী পৌরসভার সীমানা সংলগ্ন ছনকান্দা গ্রামের শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কের পাশে মোস্তফা মিয়ার প্রজেক্টের পুকুর থেকে লাশ দুইটি পাওয়া যায়। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতরা হলো তাতিহাটি ইউনিয়নের তিনানি ছনকান্দা (বেতাল বাড়ী) গ্রামের সেলিম মিয়ার কন্যা সকাল (৭) ও স্বপন মিয়ার কন্যা স্বপ্না (৬)।