মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের মধ্যো গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (০৯ জুলাই) বিকালে সমৃদ্ধ বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলাবাজারে সংগঠনের জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে জেলা সমন্বয়ক ও বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুজ্জামান লিটনের সভাপতিত্বে ও রিশা শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাংবাদিক গোলাম মোর্তবা রিজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্নী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও কবি, সাহিত্যিক সুজয় কুমার পাল, মীর মোসাররফ হোসেন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিয়ার রহমান আতিক, আমতলা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, নিউহোপ কিন্ডারগার্টেন অধ্যক্ষ আব্দুর রসিদ, আমতলাবাজার যুব সংঘের সধারন সম্পাদক আলিমুজ্জামান সুমন, নতুন বাংলাদেশ সংগঠনের সদর ইউনিয়নের সমন্বয়ক পোপাল বিশ্বাস প্রমূখ।
এসময় শিক্ষার্থী ও স্থাণীয় সূধীজনেরা উপস্থিত ছিলেন।