জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলরদের সরাসরি ভোটে নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন বুধবার (৯ জুলাই) বিকালে দুমকী উপজেলায় আগমন করেন।
এ উপলক্ষে উপজেলার অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, দুমকী উপজেলা শাখা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বাহা উদ্দিন বাহার,মোশতাক আহমেদ পিনু,মোঃবশির আলম মৃধা, মোঃমনিরুল ইসলাম লিটন,মোঃ নান্নু ও আসফাকুর রহমান বিপ্লব গাজী। সভায় সভাপতিত্ব করেন দুমকী উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইফুল আলম মৃধা।সভায় কাউন্সিলর, ডেলিগেট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত জেলা নেতৃত্বকে স্বাগত জানিয়ে কর্মীরা বলেন, এ নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।অনুষ্ঠান শেষে অতিথিরা উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরবর্তী রাজনৈতিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেন।।