নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। মঙ্গলবার কুষ্টিয়ার ৫ রাস্তার মোড়ে জুলাই পদযাত্রার পথসভায় তিনি বলেন, “ছাত্রলীগের সন্ত্রাসী কর্মীরা আবরার ফাহাদকে হত্যা করেছিল। আমরা তার উত্তরসূরি। বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংগ্রাম চালিয়ে যাব।”
নাহিদ ইসলাম তার বক্তব্যে আবরার ফাহাদের সাহসিকতার কথা স্মরণ করে বলেন, “যখন কেউ ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন আবরার ফাহাদ পানির ন্যায্য হিস্যা ও বাংলাদেশের স্বার্থ নিয়ে সোচ্চার হয়েছিল।” তিনি নতুন সংবিধান প্রণয়ন, বিচার ও সংস্কারের দাবি জানিয়ে বলেন, “আমরা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”
এর আগে নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা কুষ্টিয়ার কুমারখালীতে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। সেখানে নাহিদ ইসলাম বলেন, “আবরার ফাহাদ যে বাংলাদেশপন্থি, ভারতীয় আধিপত্যবিরোধী পথ দেখিয়ে গেছে, সেই পথেই এনসিপি রাজনীতি করছে।” তিনি ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের পুনরুজ্জীবনের ঘোষণা দেন।
আবরার ফাহাদের বাবা-মা বরকত উল্লাহ ও রোকেয়া খাতুনসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম তার বক্তব্যে শেখ হাসিনা সরকারের আমলে গণতন্ত্র হরণ ও ভারতের অতিমাত্রীয় প্রভাবের সমালোচনা করেন। তিনি বলেন, “আমরা আর কখনো কোনো দেশের গোলামি মেনে নেব না।”