১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে ছাত্র আন্দোলনকে ‘মব’ বলা নিয়ে ক্ষোভ, সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে সেচ্ছাসেবক লীগের সদস্য ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আনিসুল ইসলাম চৌধুরী তুষারের জামিন বাতিল এবং মৌলভীবাজার প্রেসক্লাব থেকে আওয়ামী ঘনিষ্ঠ সাংবাদিকদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে শহরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রতিনিধি শামায়েল রহমান। তিনি বলেন, গত ৩৬ জুলাইয়ের আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় সরাসরি জড়িত থাকা সত্ত্বেও ৭ জুলাই তুষার জামিনে মুক্তি পান। অথচ এই জামিনের বিরুদ্ধে কোনো গণমাধ্যম প্রতিবাদ তোলেনি। উল্টো কিছু সুবিধাভোগী ও আওয়ামীপন্থী সাংবাদিকরা খবরটি ধামাচাপা দিয়ে আন্দোলনকারীদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন।

এই অন্যায়ের প্রতিবাদে প্রতীকী কর্মসূচি হিসেবে আন্দোলনকারীরা মৌলভীবাজার প্রেসক্লাব তালাবদ্ধ করে চাবি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন এবং একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে প্রেসক্লাব থেকে পক্ষপাতদুষ্ট সাংবাদিক সরওয়ার আহমদ, বকসি ইকবাল আহমদসহ আওয়ামী ঘনিষ্ঠ ব্যক্তিদের অপসারণ এবং নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

নেতারা অভিযোগ করেন, পুলিশের আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত থাকলেও পরে কিছু কথিত সাংবাদিক ও অ্যাডভোকেট নিয়ামুল হকের নেতৃত্বে প্রেসক্লাবের তালা ভেঙে পুনরায় দখল করা হয়। তাদের ভাষায়, নিয়ামুল হক ও সংশ্লিষ্টরা প্রেসক্লাবকে দলীয় স্বার্থে ব্যবহার করছেন এবং ‘মামলা বাণিজ্য’ চালিয়ে যাচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্পষ্টভাবে জানিয়ে দেন, তারা ইতোমধ্যে আইনি লড়াইয়ের প্রস্তুতি সম্পন্ন করেছেন। দাবিগুলো পূরণ না হলে আন্দোলন আরও তীব্র ও সর্বাত্মক করা হবে বলেও ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাহ মিসবাহ, রাব্বি মিয়া,শামায়েল রহমান,তানজিয়া শিশির, জাবেদ রহমান, রুহুল আমিন প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top