২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহারে নিষেধাজ্ঞা, চূড়ান্ত সিদ্ধান্ত ইসির

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানান, জাতীয় প্রতীক হওয়ায় শাপলাকে নির্বাচনি প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাগরিক ঐক্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক শাপলা প্রতীক চাওয়ার পরিপ্রেক্ষিতে। নির্বাচন কমিশনার মাছউদ বলেন, “নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। এটি আমাদের নির্বাচনি সিডিউলে অন্তর্ভুক্ত হবে না।”

বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ৬৯টি প্রতীক রয়েছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি প্রতীকের সংখ্যা বাড়িয়ে ১০০-এর বেশি করার পরিকল্পনা করছে। সংশোধিত তফসিল শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

এই সিদ্ধান্তের ফলে নাগরিক ঐক্যকে তাদের বর্তমান ‘কেটলি’ প্রতীক ধরে রাখতে হবে এবং এনসিপিকে বিকল্প কোনো প্রতীক বেছে নিতে হবে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নির্বাচনি প্রতীক বরাদ্দে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গৃহীত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top