নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার রাত ১০টা ৫৮ মিনিটে তৃতীয়বারের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার আহত হয়েছেন, যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির জানান, বিস্ফোরণের ঘটনাটি ঘটলেও দায়ী ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। রমনা থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠানো হয়েছে।
এনসিপি সূত্রে জানা যায়, গত ২ জুলাই সংগঠনটির জুলাই পদযাত্রার গাড়িতে এবং ২৩ জুন কার্যালয়ের সামনে পূর্বেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পূর্বের ঘটনাগুলোতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছিল। বর্তমান ঘটনায় সংগঠনটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছে।
এই ধারাবাহিক হামলার পেছনের কারণ ও দায়িত্বশীল ব্যক্তিদের চিহ্নিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দা ও এনসিপি নেতাকর্মীরা এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।