১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাদক থেকে দূরে রাখতে বিএনপি নেতাদের ব্যতিক্রমী উদ্যোগ ” উজিরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’এর উদ্বোধন

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় “মাদক থেকে দূরে রাখতে বিএনপি নেতাদের ব্যতিক্রমী উদ্যোগ “তারই ধারাবাহিকতায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

৯ জুলাই বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে উজিরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কালির বাজার হেলিপ্যাড মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি তাওহীদ বিন লাবিদ এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক মোঃ বাচ্চু রাড়ী এর সঞ্চালনায়, ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক মোঃ সাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ মনিরুজ্জামান লিখন, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স, বরিশাল জেলা ছাত্র দলের সহ-সভাপতি আব্দুস ছালাম, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের ১নং যুগ্ম আহবায়ক মোঃ খোকন ডাকুয়া, পৌর যুবদলের যুগ্ম- আহবায়ক ইমরান আকন বাবু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও উজিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড, উপজেলা জিয়া মঞ্চ দলের সভাপতি নজরুল ইসলাম, বি এন খান ডিগ্রী কলেজ ছাত্র দলের সভপতি শফিকুল ইসলাম রাব্বি, সাধারন সম্পাদক ইব্রাহীম ভুইয়া মিজানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলো শত শত ফুটবল প্রেমীরা।

এসময় রায়হান একাদশ ও বাদশা একাদশ দল ফুটবল খেলায় অংশগ্রহণ করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top