১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তাড়াশে এক রাতে সেচযন্ত্র থেকে ৩ টি ট্রান্সফরমার চুরি, আতংকে কৃষক

মোঃসোহাগ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে একই রাতে তিন কৃষকের ফসলী মাঠের বৈদ্যুতিক সেচযন্ত্র থেকে মূল্যবান ৩ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

সোমবার রাতে উপজেলার তালম ইউনিয়নের পাড়িল বড়ইচড়া গ্রামের ফসলী মাঠ থেকে এ চুরির ঘটনা ঘটে।

আর গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকার ফসলী মাঠ থেকে মোট ১৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে করে আতংকিত হয়ে পড়েছেন উপজেলার বৈদ্যুতিক সেচযন্ত্রের মালিক কৃষকেরা।

বিষয়টি নিশ্চিত করেছেন পাড়িল বড়ইচড়া গ্রামের কৃষক মো. আব্দুল কাদের।

এ দিকে প্রতি বছর বোরো মৌসুম শেষ হওয়ার পর তাড়াশ উপজেলায় আটটি ইউনিয়ন এবং একটি পৌর এলাকার গনহারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হলে প্রতিকার পান না কৃষকেরা। অথচ যে সকল কৃষকের ট্রান্সফরমার চুরি হয়। তাদের নিয়ম মেনে আবারও মোটা অংকের টাকা খরচ করে ট্রান্সফরমার কিনতে হয়। আবার তা সেচযন্ত্রে তুলতে পল্লী বিদ্যুত সমিতির নিয়ম মানতে গিয়ে দীর্ঘসূত্রিতা, হররানীর সম্মুখীন হতে হয়। এমনই ভাষ্য, ভুক্তভোগি কৃষকদের।

এ দিকে ট্রান্সফরমার চুরি যাওয়া কৃষকদের আসন্ন রোপা আমন ধানের আবাদ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এমনি জানিয়েছেন, আরেক ভুক্তভোগি পাড়িল বড়ইচড়া গ্রামের কৃষক হায়দার আলী।

জানা গেছে, সোমবার রাতে চোরের দল পাড়িল বড়ইচড়া গ্রামের কৃষক হায়দার আলী, আব্বাস আলী ও কাদের হোসেনের ৫ ও ১০ কেভির মোট ৩ টি বৈদ্যুতিকট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

কৃষক হায়দার আলী আরো জানান, বর্তমানে বোরো ধান কাটার পর রোপা আমনের আবাদের জন্য এখন বীজতলা তৈরীর কাজ চলছে। এ সময় ট্রান্সফরমার চুরি যাওয়ায় আমাদের শত শত বিঘা জমিতে রোপা আমনের আবাদ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। কেননা নতুন করে বৈদ্যুতিক সেচযন্ত্রের ট্রান্সফরমার কিনতে হবে। আবার তা তুলতে পল্লী বিদ্যুত সমিতেতে ঘুরতে ঘুরতে প্রায় মাস খানেক সময় লাগতে পারে। ফলে বীজতলা, জমি চাষে সেচ সংকটে পড়ে গেছি আমরা।

সিরাজগঞ্জ পল্লী বিদুৎ সমিতি-১ এর অধীনে থাকা তাড়াশ জোনাল অফিসের সহকারীজেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. শামসুজ্জামান জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি খুবই দুঃখজনক। আমরা যত তারাতারি সম্ভব চুরি যাওয়া কৃষকদের ট্রান্সফরমার পেতে সহযোগিতা করবো।

এ প্রসঙ্গ‌ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ট্রান্সফরমার চুরির খবর আমাকে কেউ জানাননি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top