১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুলাই-আগস্ট সহিংসতার বিচার চেয়ে অ্যামনেস্টির আহ্বান

নিজস্ব প্রতিনিধি:

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে ২০২৫ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংসতার ঘটনাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) প্রেরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে। সংস্থাটির সাউথ এশিয়া অঞ্চলের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে রোম সনদের ১৪ অনুচ্ছেদ অনুসারে এই বিচার প্রক্রিয়া শুরু করার অনুরোধ করা হয়।

এই আহ্বানের পটভূমিতে রয়েছে বিবিসি আই কর্তৃক সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফাঁস হওয়া অডিও ক্লিপ বিশ্লেষণ করে দাবি করা হয়েছে যে তিনি আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন। অ্যামনেস্টি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধান প্রতিবেদনে ওই সময়ে প্রায় ১,৪০০ জন নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান।

সংস্থাটি বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে, পাশাপাশি বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড না রাখারও পরামর্শ দিয়েছে। অ্যামনেস্টি জোর দিয়ে বলেছে যে এই বিচার কেবল সরাসরি সহিংসতায় জড়িতদেরই নয়, বরং যারা এ ধরনের নির্দেশনা দিয়েছেন তাদের বিরুদ্ধেও হওয়া উচিত।

মানবাধিকার সংগঠনটি আরও উল্লেখ করেছে যে ওই সহিংসতায় হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন, যা তাদের স্বাভাবিক জীবনকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারা বাংলাদেশ সরকারকে এই ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top