আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার সমালোচনার জবাবে ব্রাজিলে তৈরি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সম্প্রতি ব্রিকস সম্মেলনে লুলা “বিশ্ব এখন আর কোনো সম্রাট মেনে নেবে না” মন্তব্যের পর এই উত্তপ্ত বাণিজ্যিক উত্তেজনা তৈরি হয়েছে।
ট্রাম্প এক চিঠিতে ব্রাজিলের বিরুদ্ধে দ্বিমুখী অভিযোগ তুলে ধরেন। প্রথমত, তিনি দাবি করেন ব্রাজিল মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘আক্রমণ’ চালাচ্ছে। দ্বিতীয়ত, দেশটির সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিরুদ্ধে ‘ডাইনি শিকার’ চলছে বলে মন্তব্য করেন। উল্লেখ্য, ২০২২ সালের নির্বাচন বাতিলের ষড়যন্ত্রের অভিযোগে বলসোনারো বর্তমানে বিচারের মুখোমুখি।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “ব্রাজিলের পণ্যে শুল্ক বৃদ্ধি করলে আমাদের পক্ষ থেকে যথাযথ জবাব দেওয়া হবে।” তিনি বিশেষভাবে সতর্ক করে বলেন, “ব্রাজিলের অভ্যন্তরীণ বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ আমরা সহ্য করব না।”
এই উত্তপ্ত বাক্যালাপের পাশাপাশি ট্রাম্প গত বুধবার আরেকটি বড় ঘোষণা দেন। তিনি ১ আগস্ট থেকে তামা আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন, যা ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ গৃহীত হয়েছে বলে দাবি করেন। ট্রাম্প ইতিমধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কাসহ বিশ্বের ২২টি দেশকে চিঠি দিয়ে জানিয়েছেন, আগস্ট থেকে তাদের পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর হবে।
এই ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তেজনা বৈশ্বিক বাণিজ্য প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।