১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সৈয়দপুরে সরকারি যাকাত ফান্ড থেকে অর্থ ও উপকরণ বিতরণ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে সরকারি যাকাত ফান্ডের অর্থ ও উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) ইসলামিক ফাউন্ডেশন, সৈয়দপুরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের যাকাত ফান্ড থেকে যাকাত প্রাপ্যদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল সেলাই মেশিন, ভ্যান, ছাগল ও বাইসাইকেল। এসব সামগ্রী পেয়ে অসহায় ও দুস্থ পরিবারগুলোর মুখে হাসি ফুটে ওঠে। যাকাতের অর্থে জীবিকা নির্বাহের সুযোগ পেয়ে অনেকেই স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুরে আলম সিদ্দিকী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপপরিচালক মোছাদ্দিকুল আলম, সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম, ফিল্ড সুপারভাইজার সাদেকীন আলম, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা গোলাম মওলা, মডেল কেয়ারটেকার আবু হানিফসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিবৃন্দ।

ইউএনও নুরে আলম সিদ্দিকী তার বক্তব্যে বলেন, “যাকাত শুধুমাত্র ইবাদত নয়, এটি অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম। সরকারিভাবে সংগৃহীত যাকাত সঠিকভাবে বিতরণ হলে সমাজে দরিদ্রের দুঃখ লাঘব হবে।”

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রাপ্ত যাকাত তহবিল থেকে সুবিধাভোগীদের চাহিদা অনুযায়ী বাছাই করে এসব উপকরণ বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এ আয়োজন এলাকার গরিব ও অসহায় মানুষের জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে স্থানীয় মহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top