১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুলাই বিপ্লবের ঘোষণা পত্র প্রকাশের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

জুলাই বিপ্লবের ঘোষণা পত্র, জুলাই সনদ ও বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার’ ব্যানারে সংগঠিত একদল আন্দোলনকারী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারা।

এসময় বক্তব্য দেন জুলাই যোদ্ধা জিয়াউর রহমান জিয়া, আব্দুল হাকিম, শাহরিয়ার হাবিল ও জাহিনুর ইসলাম।

বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকার গঠনে ছাত্র-জনতা রক্ত দিয়েছে। আমরা এই সরকারের কাছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র প্রকাশের দাবি জানাই।”

জুলাই যোদ্ধা জিয়াউর রহমান জিয়া বলেন, “আজও যদি সেই ঘোষণাপত্র প্রকাশ না হয়, তবে আমরা হতাশ হবো। সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই—ঘোষণাপত্র প্রকাশ না হলে আমরা দুর্বার অসহযোগ আন্দোলনে নামবো।”

আন্দোলনকারীরা বলেন, ‘জুলাই বিপ্লব’ দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁকবদল, যার ন্যায্য স্বীকৃতি ও দলিল সংরক্ষণ প্রয়োজন—তা না হলে আন্দোলন আরও বেগবান হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top