২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে প্রথম আলোর সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি:

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও একজন গ্রাফিক্স ডিজাইনারসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

সংক্ষুব্ধ নজরুল ইসলাম নামে এক ব্যক্তি আদালতে আবেদন করেন যে, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কলামে প্রকাশিত ‘ঈদ মোবারক’ শিরোনামে একটি কার্টুন ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদুল ফিতরকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছে। আবেদনকারী দাবি করেন, এটি একটি সচেতন ও সুপরিকল্পিত প্রচেষ্টা, যার মাধ্যমে ঈদের মতো পবিত্র ধর্মীয় উৎসবকে হেয় করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামিরা ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে ব্যঙ্গ করে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। আদালত অভিযোগটি গুরুত্ব সহকারে বিবেচনা করে মামলা গ্রহণ করেন এবং তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন।

এই ঘটনায় প্রথম আলো পত্রিকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত মামলাগুলো সাম্প্রতিক সময়ে সংবেদনশীল বিষয় হয়ে উঠেছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতির প্রশ্নগুলোকে নতুন করে উসকে দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top