২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনে চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের স্থায়ী মিশন প্রতিষ্ঠার সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ও অনুমোদন পেয়েছে।

একই বৈঠকে মালয়েশিয়ার জোহর বাহরুতে বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব এবং ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে ফেনী ও নোয়াখালীতে অতিবৃষ্টিজনিত বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট উপদেষ্টারা বন্যা পরিস্থিতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।

পানি সম্পদ মন্ত্রণালয় মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ সিস্টেম পুনরুদ্ধারের প্রস্তাব উপস্থাপন করে। বৈঠকে জানানো হয়, বিশ্বব্যাংকের অর্থায়নে ফেনী, নোয়াখালী ও সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, তীর সংরক্ষণ ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো পুনরুদ্ধারের কাজ চলমান রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত গৃহীত জরুরি ব্যবস্থাদি সম্পর্কেও বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top