১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গ্যাস সংকটে নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

নিজস্ব প্রতিনিধি:

দেশের অন্যতম প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট বর্তমানে বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহ সংকটকে এ অবস্থার জন্য দায়ী করেছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানান, গত দুই বছর ধরে চলমান গ্যাস সংকটের কারণে কেন্দ্রের সাতটি ইউনিটের মধ্যে বর্তমানে কোনোটি চালু নেই।

প্রধান প্রকৌশলী ব্যাখ্যা করেন, ঈদুল আজহার পর থেকে সরকার সার কারখানায় গ্যাস সরবরাহ অগ্রাধিকার দিয়েছে, যার ফলে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে ৩৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নং ইউনিট, ২১০ মেগাওয়াটের ৫ নং ইউনিট এবং ৩৬০ মেগাওয়াটের ৭ নং ইউনিট সম্পূর্ণ বন্ধ রয়েছে। তিনি বলেন, “আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিকল্প গ্যাস সরবরাহের জন্য আবেদন করেছি। গ্যাস পেলে আমরা দ্রুত পূর্ণ উৎপাদন সক্ষমতা ফিরে পাব।”

কেন্দ্রটির ৩ নং ইউনিট (৩৬০ মেগাওয়াট) দীর্ঘদিন ধরে টারবাইন রোটরের সমস্যায় বন্ধ থাকলেও তা মেরামতের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২০১০ সালের জুনে ৬ নং ইউনিটে (২১০ মেগাওয়াট) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে এটি স্থায়ীভাবে বন্ধ রয়েছে।

১৯৬৭ সালে রাশিয়ার টেকনোপ্রম এক্সপার্টের সহায়তায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের ১ নং ইউনিট (৫৫ মেগাওয়াট) ১৯৭৪ সালে এবং ২ নং ইউনিট (৫৫ মেগাওয়াট) ১৯৭৬ সালে উৎপাদনে আসে। তবে বারবার যান্ত্রিক ত্রুটির কারণে এই দুটি ইউনিটও বহু বছর ধরে বন্ধ রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে কোনো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না, যা দেশের বিদ্যুৎ ব্যবস্থায় চাপ সৃষ্টি করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ পুনরুদ্ধারের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top