নিজস্ব প্রতিনিধি:
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পাল্লেকেলে আয়োজিত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৪ রান সংগ্রহ করলেও স্বাগতিকরা মাত্র ১৬.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়।
ম্যাচের শুরুতেই টসে জিতে ফিল্ডিং বেছে নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের ইনিংসে পারভেজ হোসেন ইমন (২২ বলে ৩৮) ও মোহাম্মদ নাঈম (২৯ বলে ৩২*) কিছুটা প্রতিরোধ গড়লেও বাকি ব্যাটসম্যানরা চাপ সহ্য করতে পারেননি। বিশেষ করে মাঝের ওভারগুলোতে রানের গতি কমে যাওয়ায় দলটি বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। শেষদিকে শামীম পাটোয়ারীর (৫ বলে ১২*) দুটি ছক্কা বাংলাদেশকে ১৫৪ রানে পৌঁছাতে সাহায্য করে।
জবাবে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা (১৬ বলে ৪২) ও কুশল মেন্ডিস (৫১ বলে ৭৩) পাওয়ারপ্লেতে ঝড়ো সূচনা করেন। মাত্র ৪.৪ ওভারেই দলটি ৮৩ রান তুলে ফেলে, যা মূলত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। বাংলাদেশের বোলাররা পরবর্তীতে কিছু উইকেট তুললেও তা শ্রীলঙ্কার জয়কে আটকাতে পারেনি।
বিশেষজ্ঞরা দলের ব্যাটিং অর্ডারের দুর্বল পারফরম্যান্স এবং বোলিং বিভাগের অসংগতিপূর্ণ ক্রীড়াশৈলীকে এই ব্যর্থতার জন্য দায়ী করছেন। আগামী ম্যাচগুলোতে বাংলাদেশ দলকে কৌশলগত পরিবর্তন আনতে হবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।