নিজস্ব প্রতিনিধি:
ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার প্রেক্ষিতে এই গ্রেফতারি কার্যক্রম পরিচালিত হয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে আবুল বারকাতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুদকের মামলা থাকায় সংস্থাটির অনুরোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং শুক্রবার (১১ জুলাই) তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে। আবুল বারকাতের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় ব্যাংকিং খাতে আরও বড় ধরনের তদন্তের ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। গ্রেফতারের পর থেকে সংশ্লিষ্ট মহলে এই নিয়ে আলোচনা চলছে।