মোঃসোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম। কমিটি ঘোষণার পর উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্যোসাল মিডিয়ায় ওই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন গোস্বামী, সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, পৌর সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম, সাবেক সাংগঠনিক অধ্যাপক সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর সাবেক যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সহ-সাংগঠনিক জিয়াউর রহমান জিয়া, সাবেক স্বেচ্ছাসেবকদল আহবায়ক ফরহাদ আলী, সহ-সাংগঠনিক সোলায়মান হোসেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, তাড়াশ উপজেলা বিএনপিতে আর কোন দ্বিধাবিভক্তি নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ। তারেক জিয়ার নির্দেশনা অনুসরণ করে আমাদের এই কমিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সদস্য সংগ্রহ, ত্যাগী এবং যোগ্য নেতা-কর্মীদের দ্বারা কমিটি গঠন করা হবে।
বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি দ্বিধা-দ্বন্ধ ভূলে ঐক্যমতের ভিত্তিতে ৫ আগষ্টে জীবনবাজি রেখে যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের কমিটি গঠনে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী।
এ প্রসঙ্গে সমন্বয়ক সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামিম খান বলেন, তাড়াশ উপজেলায় ১৪ সদস্য বিশিষ্ট সম্মেলন কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি নিজেদের মধ্যে ঐক্য ও সমন্বয় করে উপজেলার প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডে নির্বাচন ও ঐক্য মতের ভিত্তিতে সুন্দর কমিটি উপহার দিবেন।