নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়েছেন, বিচার ও সংস্কার প্রক্রিয়া ছাড়া কোনো নির্বাচনই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। শুক্রবার (১১ জুলাই) যশোর ঈদগাহ মোড়ে জুলাই পদযাত্রার পথসভায় তিনি দাবি করেন, “আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই। যারা শুধু নির্বাচন চায়, তারাই আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।”
নাহিদ ইসলাম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের তীব্র সমালোচনা করে বলেন, “৫৪ বছরেও আমাদের প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে গড়ে উঠতে দেওয়া হয়নি। পুলিশকে জনগণের পক্ষে কাজ করতে হবে, কোনো দলের অনুগত নয়। সেনাবাহিনীকে সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে, গুমখুনির সঙ্গে জড়িত হতে দেওয়া যাবে না।” তিনি কল্যাণকর রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দেন।
যশোরের উন্নয়ন সংক্রান্ত প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, “যশোর জেনারেল হাসপাতালে এখনও পূর্ণাঙ্গ আইসিইউ চালু হয়নি। স্থানীয়দের চিকিৎসার জন্য খুলনা যেতে হয়। আমরা চাই যশোরবাসী নিজ জেলাতেই সমস্ত সেবা পাক।”
সারজিস আলমের সঞ্চালনায় এই সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নাহিদ ইসলাম তার বক্তব্যে জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, “যদি ন্যায়ের পক্ষে দাঁড়ানো যায়, একজন মানুষও লাখ মানুষের সমান শক্তি ধারণ করতে পারে। আমরা সেই নৈতিক শক্তি নিয়েই এগিয়ে যাব।”
তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, “দুর্নীতিবাদী ও দখলবাজদের ভয় পাবেন না। আমাদের আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র ১০ জন নিয়ে, পরে তা লাখো মানুষের সংগ্রামে পরিণত হয়েছিল।” নাহিদ ইসলামের এই বক্তব্যে উপস্থিত সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।