২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মিটফোর্ড হাসপাতাল হত্যাকাণ্ডে ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে আটক করা হয়, যাদের মধ্যে রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। র‌্যাব  আলাদাভাবে আরও দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন যে বুধবার সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতা কাজ করেছে। নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং রাজধানীব্যাপী তল্লাশি অভিযান চালিয়ে সন্দেহভাজনদের শনাক্ত করতে সক্ষম হয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top