১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নালিতাবাড়ীতে ২৬০ বোতল মদ সহ পিকআপ জব্দ

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পশ্চিম চাঁদগাঁও এলাকা থেকে একটি পিকআপভর্তি ২৬০ বোতল ভারতীয় বিদেশী মদ জব্দ করেছে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তবর্তী পশ্চিম চাঁদগাঁও এলাকায় একটি পিকআপ আটক করা হয়। এর আগে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরো জানায়, সীমান্ত এলাকা থেকে এই বিপুল পরিমাণ বিদেশী মদ ঢাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মাদক কারবারিরা পিকআপ ফেলে পালিয়ে গেলেও তাদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাব-১৪,জামালপুর ক্যাম্পের পক্ষ থেকে আরও জানানো হয়,পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত পিকআপ ও মদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।র‌্যাবের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার শুরু থেকে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের মাদকবিরোধী অভিযানে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top