নিজস্ব প্রতিনিধি:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর কার্যক্রম মূল্যায়ন করতে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর একটি বিশেষ মিশন সম্পন্ন হয়েছে। গত ৭ থেকে ১০ জুলাই পর্যন্ত চলা এই মূল্যায়ন কার্যক্রমে জিসিএফ-এর প্রিন্সিপাল ইভ্যালুয়েশন অফিসার আইকো ওয়াডের নেতৃত্বে মিশন দল প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করে।
৭ জুলাই ক্রিলিকের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক মিশন দলকে প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ কবীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূল্যায়ন দল ক্রিলিকের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে।
৯ জুলাই মিশন দল সাতক্ষীরা পৌরসভায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং স্থানীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে তারা জিসিএফ অর্থায়নে নির্মিতব্য আশাশুনি উপজেলার বাকরা সাইক্লোন সেল্টার সাইট পরিদর্শন করেন, যেখানে স্থানীয় জনসাধারণ ও সুবিধাভোগীদের সাথে কথা বলেন। সাইট নির্বাচনের যথার্থতা নিয়ে মিশন দল ইতিবাচক মতামত দেন।
এই মূল্যায়ন কার্যক্রমে ক্রিম প্রকল্পের সহকারী প্রকৌশলী তন্ময় চক্রবর্তীসহ পৌরসভা ও এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে এই প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জিসিএফ মিশনের এই মূল্যায়ন বাংলাদেশের জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।