১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪ যুবক

মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের ধাক্কায় চারজনই ছিটকে সড়কে পড়ে যান এবং মারাত্মকভাবে আহত হন।

পরে স্থানীয় পথচারীরা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন উপজেলার নানুপুর ইউনিয়নের বাসিন্দা মো. মুন্না (২০) ও আব্দুল্লাহ (২০), অপর দুইজন আবু হায়দার রনি (৩৫) এবং শাহ আলম (৪০)। তবে রনি ও শাহ আলমের সঠিক ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, চারজনেরই মাথা, মুখমণ্ডল ও হাত-পায়ে গুরুতর আঘাত রয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর থেকে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। স্থানীয়দের মতে, অসাবধানতা ও অতিরিক্ত গতির কারণে এমন দুর্ঘটনা ঘটছে প্রায়ই।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top