১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক পদ থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পুতুল

নিজস্ব প্রতিনিধি:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) ডব্লিউএইচও মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেয়েসুসের একটি অভ্যন্তরীণ ইমেইলে এই সিদ্ধান্ত জানানো হয়, যেখানে ড. ক্যাথারিনা বোহমকে অফিসার ইন চার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত আসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক পুতুলের বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলার চার মাস পর। দুদকের অভিযোগ অনুযায়ী, পুতুল তার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের সময় একাডেমিক রেকর্ডে জালিয়াতি করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করে সুচনা ফাউন্ডেশনের জন্য ২.৮ মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন। বিশেষভাবে উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পুতুলের সম্মানী পদ সম্পর্কিত দাবি অস্বীকার করেছে।

আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদন অনুযায়ী, পুতুল ২০২৪ সালের জানুয়ারিতে দায়িত্ব নিলেও তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু থেকেই ছিল। অভিযোগ রয়েছে যে, তার মা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিয়োগে প্রভাব খাটিয়েছিলেন। দেশে বিক্ষোভ শুরুর পর পুতুল বাংলাদেশ ছেড়ে চলে যান এবং এখন পর্যন্ত ফিরে আসেননি।

দুদকের মামলায় পুতুলের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। এই মামলাগুলোর কারণে তিনি বর্তমানে বাংলাদেশে ফেরার ক্ষেত্রে সীমাবদ্ধতা অনুভব করছেন বলে জানা গেছে। ডব্লিউএইচও’র নতুন অফিসার ইন চার্জ ড. বোহম ১৫ জুলাই নয়াদিল্লিতে দায়িত্ব গ্রহণ করবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top