১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় ট্রাফিক নিয়ন্ত্রণে যুবদল ও ছাত্রদল

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় নজিরবিহীন একটি উদ্যোগ গ্রহণ করেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদল। উপজেলার প্রাণকেন্দ্র বোয়ালখালি নতুন বাজারে ট্রাফিক ব্যবস্থার অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে এই দুই সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১২ জুলাই) সাপ্তাহিক হাটের দিন সকাল থেকেই বোয়ালখালি নতুন বাজারে যানজট নিয়ন্ত্রণ এবং পথচারীদের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় দীঘিনালা উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের। স্থানীয়দের মতে, এই বাজারটি পুরো উপজেলার সবচেয়ে ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ হাটবাজার। হাটের দিনে শত শত মানুষ এবং যানবাহনের আগমনে পুরো এলাকা অচল হয়ে পড়ে। অথচ দীঘিনালায় কোনো ট্রাফিক ব্যবস্থাপনা নেই, নেই প্রশাসনিক পর্যায়ে কোনো সার্বক্ষণিক নিয়ন্ত্রণ ব্যবস্থাও।

এই প্রেক্ষাপটে, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সরাসরি নির্দেশনায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ হাতে নেন।

দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, মানুষের কষ্ট দেখে আমরা চুপ থাকতে পারিনি। দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আজ থেকে প্রতি বাজারে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব।

দীঘিনালা উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন বলেন, সরকারি উদ্যোগ না থাকলেও আমরা জনগণের পাশে আছি। আমাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব পালন করছেন। মানুষের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।”

বাজারে আসা একজন স্থানীয় ব্যবসায়ী মো. সাহাবুদ্দিন বলেন, আগে বাজারে ঢুকতেই আধা ঘণ্টা লাগত। আজ দেখলাম ছাত্রদল-যুবদলের ছেলেরা গাড়ি সামাল দিচ্ছে। রাস্তা খালি ছিল, আমরা শান্তিতে বাজার করতে পারছি।”

এই উদ্যোগকে অনেকেই মানবিক ও ইতিবাচক হিসেবে দেখছেন। রাজনৈতিক বিরোধিতার ঊর্ধ্বে উঠে জনগণের পাশে দাঁড়ানোর এমন দৃষ্টান্ত দীঘিনালাবাসীর কাছে প্রশংসনীয় উদাহরণ হয়ে উঠেছে।

ট্রাফিক ব্যবস্থাপনায় সরকারিভাবে উদ্যোগ না থাকলেও রাজনৈতিক সংগঠনের এমন স্বেচ্ছাসেবী প্রচেষ্টা নিঃসন্দেহে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। যদি এভাবে নিয়মিত ও সংগঠিতভাবে কাজ চলতে থাকে, তবে দীঘিনালার নাগরিক জীবন আরও স্বস্তিদায়ক হবে — এমনটাই আশা স্থানীয়দের।
ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top