১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইইউ’র হুঁশিয়ারি: মার্কিন শুল্ক জবাবে পাল্টা ব্যবস্থা নেবে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ শতাংশ শুল্ক ঘোষণার জবাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। শনিবার (১৩ জুলাই) ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেন, “১ আগস্ট থেকে যদি যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যে এই শুল্ক কার্যকর করে, ইইউ তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।”

এই হুমকি আসে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পরিপ্রেক্ষিতে, যেখানে তিনি শনিবার টুইটারে জানান মেক্সিকো ও ইইউ থেকে আমদানিকৃত পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর আগে সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের বিরুদ্ধেও অনুরূপ শুল্ক ঘোষণা করেছিলেন।

ভন ডের লেইন তার বিবৃতিতে জোর দিয়ে বলেন, “ইইউ এখনও ১ আগস্টের মধ্যে একটি বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।” তবে তিনি সতর্ক করে দেন যে বিশ্বের খুব কম অর্থনীতিই ইইউ’র মতো উন্মুক্ত বাজার ও ন্যায্য বাণিজ্য নীতি অনুসরণ করে। ইইউ প্রধান এই মর্মে আশ্বাস দেন যে প্রয়োজনে “আনুপাতিক প্রতিকারসহ সকল প্রয়োজনীয় পদক্ষেপ” নেওয়া হবে।

এই উত্তপ্ত বাণিজ্য পরিস্থিতি বৈশ্বিক বাণিজ্যে নতুন অস্থিরতা সৃষ্টির আশঙ্কা তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দুই অর্থনৈতিক মহাশক্তির এই সংঘাতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ইইউ-মার্কিন বাণিজ্য যুদ্ধ এড়াতে এখন সকলের নজর আগামী দিনগুলোর আলোচনার দিকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top