১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা মউশিক এর মধ্যে ব্যতিক্রমী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা ইসলামীক ফাউন্ডেশনের মউশিক কল্যাণ পরিষদের উদ্দ্যোগে কালুখালী উপজেলা মউশিক ফুটবল একাদশ ও বালিয়াকান্দি উপজেলা মউশিক ফুটবল একাদশের মধ্যে এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
এই ব্যতিক্রমী খেলাটির আয়োজন করেন রাজবাড়ী জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ।

শনিবার (১২ জুলাই) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদীর বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে এই ফুটবল টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়। খেলায় যে দু’টি দল অংশগ্রহণ করে তারা কালুখালী উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ফুটবল একাদশ ও বালিয়াকান্দি উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ফুটবল একাদশ।

আয়োজক কমিটির সদস্যগণ বলেন, এলাকার মানুষের একটু আনন্দ দেওয়ার প্রয়াসে এই ব্যতিক্রমী খেলাটি আয়োজন করা হয়। আমাদের এই ব্যতিক্রমী আয়োজন শুধু সকলের নজরে আনার জন্য। ইসলাম ধর্ম ও শরিয়তের সব জেনে ও ইসলামী অনুশাসন মেনেও ফুটবল খেলা যায় এটাই তার প্রমাণ। সকল খেলোয়ার পাজামা, ট্রাউজার পরিহিত অবস্থায় খেলায় অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শণ করেন। শুধু তাই নয় এটাতে শরীর চর্চাও হয়েছে বলে মন্তব্য করেন খেলোয়ারগণ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামীক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কর্মকর্তা ফিরোজ আল মামুন, বিশেষ ফিল্ড সুপারভাইজার
(এফ,এস) কালুখালী মোঃ কাইয়ুম হোসেন, ফিল্ড সুপারভাইজার (এফ,এস) বালিয়াকান্দি রাশেদুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার (এফ,এস) পাংশা মোঃ জাবেদ আলী, ফিল্ড সুপারভাইজার (এফ,এস) রাজবাড়ী সদর মোঃ আব্দুর রশিদ, মোঃ মোতাহার হোসেন প্রমুখ।

বক্তারগণ বলেন, আজকের এই খেলাটি আপনাদেরকে একটু বিনোদন দেবার প্রয়াসে আমরা আয়োজন করেছি। আশা করছি সবার একটু হলেও আনন্দ দিতে পেরেছি।

খেলায় কালুখালী মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ফুটবল পক্ষে একাদশের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন, মোঃ সাকেব হোসেন, মোঃ আবু রায়হান, মোঃ তপু মোল্লা, মোঃ রায়হান কবির, মোঃ নাজির হোসেন, মোঃ ইমরান হোসেন, মোঃ খায়রুল আলম, মোঃ হাবিবুল্লাহ, মোঃ মেরছাদুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম ও মোঃ আবু ইশা।

বালিয়াকান্দি উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ফুটবল একাদশের পক্ষে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন, মোঃ মোস্তাক হোসেন, আব্দুল্লাহ্, মোঃ হাফিজুর রহমান, মোঃ রহমতুল্লাহ্, জুনাইদ আহমেদ, মোঃ মতিউর রহমান, মোঃ রফিকুল ইসলাম (রফিক), মোঃ শহিদুল ইসলাম, মোঃ আশরাফুল আলম, মোঃ লুৎফর রহমান ও মোঃ কাউছার হোসেন।

খেলায় বালিয়াকান্দি উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ফুটবল একাদশ ৫-১ গোল করে কালুখালী উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করেন।

খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত রেফারি মোঃ নুরুল ইসলাম নুরু। তাকে সহযোগিতা করেন রায়হান ও মোঃ শাহীন হাসান।

সার্বিকভাবে সহযোগিতা করেন, হাফেজ মাওলানা আবু মুসা, হাফেজ ইদ্রিস আলী, হাফেজ মোঃ ফোরকানুল হামিদ ও হাফেজ মোঃ তৈয়বুর রহমান।

৫টি উপজেলার মধ্যে এই খেলা অনুষ্ঠিত হবে। আগামী খেলাটি কালুখালী মাঠে অনুষ্ঠিত হবে। খেলায় রাজবাড়ী সদর উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ফুটবল একাদশ ও পাংশা উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ফুটবল একাদশ অংশগ্রহণ করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top