১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সন্ত্রাস ও অপরাধ দমনে আজ থেকে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রোববার (১৩ জুলাই) ঘোষণা দিয়েছেন, অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকেই বিশেষ ‘চিরুনি অভিযান’ শুরু হচ্ছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব লিঞ্চিং, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে এখন থেকে বিশেষ অভিযান তীব্রতর করবে।”

তিনি সাধারণ জনগণকে এ অভিযানে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, “জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সরকার যে কোনো অবৈধ কার্যকলাপ কঠোর হাতে দমন করবে।” কখন থেকে এ অভিযান শুরু হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “এটি এখনই কার্যকর হচ্ছে।”

গত কয়েক সপ্তাহে রাজধানীসহ সারাদেশে প্রকাশ্যে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের ঘটনা বেড়ে যাওয়ায় সরকারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে অভিযানের প্রস্তুতি নিয়েছে বলেও জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top