১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ

আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই) নগরীর পোস্টাল একাডেমির হোস্টেল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ- এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক, সুজন-এর কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী দীলিপ কুমার সরকার।

সুজন-এর রাজশাহী জেলা কমিটির সভাপতি আহমেদ শফিউদ্দিন এর সভাপতিত্বে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সুজনের ৪০টি সংস্কারের প্রস্তাবনার বিষয়গুলো উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। কারণ রাজনৈতিক সরকারের সময় সেগুলো সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম।
মানুষের বাক স্বাধীনতা, নিরাপত্তা, কোনো সন্ত্রাসী যাতে রাজনৈতিক দলের কর্মী হতে না পারে সেদিকে খেয়াল রাখা, সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, প্রতিটি নাগরিক যেন মৌলিক অধিকার পায় তা নিশ্চিত করা, বিভাগগুলোকে প্রদেশ গঠন করে প্রাদেশিক সরকার গঠন, ফ্যাসিজম প্রতিষ্ঠা না করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন

নাগরিক সংলাপে রাজশাহী বিভাগের ৪টি জেলার প্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top