১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ডোমারে দেশে চলমান চাদাবাজি, খুন, ধর্ষণের প্রতিবাদে তোমারে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
সারাদেশে চলমান চাঁদাবাজি, ডাকাতি, খুন, ধর্ষণ এবং আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ডোমার বাজার রেলগেট এলাকা থেকে নবজাগরণ ডোমার ও হৃদয়ে তোমার নামে দুটি সংগঠনের আহব্বানে সাধারণ ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্র প্রতিনিধি অর্ণব আল আলিফের সঞ্চালনায় বক্তব্য দেন—

সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা, মুফতি মহিউদ্দিন জুলফিকার, ইসলামি বক্তা আবু সাঈদ, কামরুল ইসলাম আরেফী ও ছাত্র প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন।

বক্তারা বলেন, “দেশজুড়ে চাঁদাবাজি, ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসী কার্যক্রম ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি ঢাকায় একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এমন নৃশংস ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

তারা আরও বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এসব সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ন্যায়ের পক্ষে সকলকে সোচ্চার হতে হবে।”

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top