মোঃ জাহিদুল হক: সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রহ্মগাছা মা ও শিশু কল্যান কেন্দ্র শুধু মাত্র নামের উপর চলছে। সেখানে নেই কোন ভালো চিকিৎসক নেই কোন ভালো নার্স। প্রতিদিন কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
জানা যায় রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা। যেখানে ১০টি শয্যা রয়েছে,যা রোগীদের জন্য নির্ধারিত। এই কেদ্রটি স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হওয়ার কথা থাকলেও বাস্তবে তার রূপ ভিন্ন।
তথ্যানুসন্ধানে দেখা যায়, সকাল ৯ -৩ টা পর্যন্ত হাসপাতাল খোলার নির্দেশনা থাকলেও সেটি সকাল ১১ টা থেকে চলে দুপুর ১:৩০মি, পর্যন্ত। সেখানে চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজনের সাথে কথা বললে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে মা ও শিশু কল্যান কেন্দ্রের দ্বায়িত্বে থাকা ফার্মাসিস্ট সুলতান হোসেন, তিনি নিজের ইচ্ছেমত পরিচালনা করেন ব্রহ্মগাছা মা ও শিশু কল্যান কেন্দ্রটি। তার কথায় সেখানকার মোছাঃ জোছনা খাতুন (এফ ডাব্লিউ বি পরিদর্শিকা) সেরাজুল ইসলাম (ওয়ার্ড বয়) আফরোজা (আয়া) এবং সাইদুল ইসলাম ( অফিস কাম অপারেটর) সহ এদের কেউই নিয়মিত সেখানে চিকিৎসা সেবা দিতে আসে না। ফলে চরমে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। এছাড়াও তার গাফিলতির কারনে অত্র কল্যান কেন্দ্রে প্রায় তিনবার চুরির ঘটনাও ঘটে।
এ বিষয়ে ফার্মাসিস্ট সুলতান হোসেন বলেন, গতকালকে আমরা সবাই ১:৫০ মি,বাসায় চলে গিয়েছি। এ বিষয়ে,রায়গঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা,ডাঃ মারজান আবইয়াদ বলেন, যেহেতু এ ধরনের ঘটনা ঘটেছে তাই বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এলাকার সচেতন মহল উল্লেখিত ঘটনার যেন কোন পুনরাবৃত্তি না ঘটে এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।