সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:
মোহনগঞ্জ-আদর্শনগর সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ থেকে আদর্শনগর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে। এর মধ্যে নলজুরী গ্রাম থেকে আদর্শনগর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার অংশের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। অসংখ্য ছোট-বড় গর্তের কারণে সড়কটি এখন চলাচলের অযোগ্য প্রায়। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়।
প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ, শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা চলাচল করেন। তবে গর্ত আর কাদা মাড়িয়ে যাতায়াতে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতে গর্ত দেখা না যাওয়ায় ঝুঁকি আরও বাড়ছে। এতে নষ্ট হচ্ছে যানবাহন, সময় ও অর্থ। জরুরি রোগী পরিবহন কিংবা শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় ছাত্রনেতা মো: মাহবুব আলম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এ সড়ক নিয়ে ভোগান্তিতে আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সমাধান আসেনি। আমরা দাবি জানাই, দ্রুত যেন এই সড়কের সংস্কার কাজ শুরু করা হয়।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও সংস্কারকাজ শুরু না হওয়ায় এ সড়কটি এখন যেন জনদুর্ভোগের আরেক নাম। দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা।