১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভিটেমাটি বিক্রি করে বিদেশে, ফিরে এসে নিঃস্ব—মনিরুলের পাশে দাঁড়ালেন আলহাজ্ব মোঃ আনোয়ার খান

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ
চার বছর আগে এক স্বপ্ন নিয়ে পিতা-মাতার ভিটেমাটি বিক্রি করে লিবিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন খোকসা উপজেলার মরা গাছা ইউনিয়নের রতনপুর গ্রামের মনিরুল ইসলাম (৪০)। প্রবাসে গিয়ে জীবন পাল্টে যাবে—এই আশা নিয়ে তিনি দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে ফিরে আসেন মাতৃভূমিতে। কিন্তু ফিরে পেয়ে নিজ গ্রামে আর মাথা গোঁজার ঠাঁই পাননি। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে নিরুপায়, দুশ্চিন্তায় ভরা এক মানবেতর জীবনযাপন করছিলেন মনিরুল।

এই করুণ বাস্তবতা ও মর্মান্তিক মানবিক দৃশ্য জানতে পেরে পাশে দাঁড়ান খোকসার দানবীর, গরীব-দুঃখীর নির্ভরতার নাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী—আলহাজ্ব মোঃ আনোয়ার খান। গতকাল ১৩ জুলাই রোজ রবিবার, রিমঝিম বৃষ্টিকে উপেক্ষা করে তিনি তার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে রতনপুর গ্রামে মনিরুল ইসলামের বাড়িতে ছুটে যান। ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন, বাঁশ, খুঁটি, প্লাস্টিক, দড়ি, হ্যামার, কোদাল, বালতি সহ অন্যান্য সামগ্রী নিজ হাতে মনিরুলের হাতে তুলে দেন এবং সম্ভাব্য নির্মাণস্থল ঘুরে দেখেন।

আলহাজ্ব মোঃ আনোয়ার খান বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতি, মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি। মনিরুল ভাইয়ের এই কষ্ট আমাকে নাড়া দিয়েছে। তাই যতটুকু পেরেছি, পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ খোকসার একজন মানুষও গৃহহীন থাকবে না, এমনটাই আমার অঙ্গীকার।

আবেগঘন এই মুহূর্তে উপস্থিত স্থানীয়রা চোখের জল ধরে রাখতে পারেননি। গ্রামবাসীরা বলেন, এমন নেতা খোকসার বুকে বিরল। দুঃসময়ে যে এমনভাবে পাশে দাঁড়ায়, তিনি শুধু প্রার্থী নন, তিনি আমাদের হৃদয়ের নেতা।

মনিরুল ইসলাম জানিয়েছেন, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আনোয়ার ভাই না থাকলে আজ আমি পথে থাকতাম। আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিন।

খোকসার প্রতিটি পল্লীগ্রামে, প্রতিটি দরিদ্র পরিবারে আজ আলোচনার বিষয় একটাই—আনোয়ার খান নামের এক মানবিক নেতার গল্প। যিনি রাজনীতিকে ব্যবহার করছেন মানুষের মুখে হাসি ফোটাতে, যিনি জনপ্রিয়তা নয়, মানুষের ভালোবাসাকেই সবচেয়ে বড় সাফল্য মনে করেন।

এভাবেই মানবতার জন্য রাজনীতি করে চলেছেন আলহাজ্ব মোঃ আনোয়ার খান, একজন সত্যিকারের জননেতা, একজন মানুষের নেতা, একজন হৃদয়ের রাজনীতিক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top