মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর থেকে তিনপুকুর পর্যন্ত মাত্র এক কিলোমিটার সড়কের দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। প্রায় চল্লিশ বছর ধরে রাস্তাটি অযত্ন-অবহেলায় পড়ে থাকায় বর্তমানে এটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির দুই পাশে প্রায় তিন শতাধিক পরিবার বসবাস করে। প্রতিদিন শতশত শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু বর্ষা মৌসুমে একজন অসুস্থ হলে তাকে শীঘ্রই কোন গাড়িতে করে নিয়ে যাওয়া যায় না এমনকি ছেলেমেয়েরা কাদার কারণে স্কুলে যেতে চায় না। এ মৌসুমে রাস্তাটি আরও কর্দমাক্ত হয়ে পড়ায় যানবাহন ও পথচারীদের দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ।যার কারণে চরম বিভ্রান্তিতে পড়ে থাকতে হচ্ছে মিরাপুর গ্রামের বাসিন্দাদের যেনো ২০২৫ সালে সেও ৮০ দশকেই পরে আছে তারা।
স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন জানান চার দশক ধরে বিভিন্ন নির্বাচনে প্রার্থীরা বারবার এই সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন। চেয়ারম্যান-মেম্বার থেকে শুরু করে এমপি ও দলীয় প্রার্থীরা বিজয়ী হলে রাস্তা সংস্কার করবেন বললেও, বিজয়ের পর তারা এলাকাবাসীর খবরও নেননি।”
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটিতে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব খানাখন্দে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।
এদিকে দ্রুত সড়ক সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা জানান,“আর আশ্বাস নয়, আমরা বাস্তব পদক্ষেপ চাই। এই রাস্তা সংস্কার হলে পুরো এলাকার মানুষ উপকৃত হবে।”
এ বিষয়ে রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব জানান, রাস্তাটির মাপ যোগ হয়ে আছে শীঘ্রই রাস্তাটি পাকা করা হবে।