মোঃসোহাগ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে’র তাড়াশ উপজেলা’র দেশীগ্রাম ইউনিয়নে’র পশ্চিম পাইকড়া গ্রামের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ। তাড়াশ উপজেলার কাটাগাঁড়ী বাজার থেকে পশ্চিম পাইকড়া পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে রাস্তাটি’র অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়।
প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজারো মানুষ, শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা চলাচল করেন। কাদা মাড়িয়ে যাতায়াতে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতে গর্ত দেখা না যাওয়ায় ঝুঁকি আরও বাড়ছে। এতে নষ্ট হচ্ছে যানবাহন, সময় ও অর্থ। জরুরি রোগী পরিবহন কিংবা শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় মো: হানিফ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এ রাস্তা নিয়ে ভোগান্তিতে আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সমাধান আসেনি। আমরা দাবি জানাই, দ্রুত যেন এই রাস্তা’র সংস্কার কাজ শুরু করা হয়।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও সংস্কারকাজ শুরু না হওয়ায় রাস্তা’টি এখন যেন জনদুর্ভোগের আরেক নাম। দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান ‘দৈনিক আমার বাংলাদেশ’কে জানান আমরা তদন্ত করে অতি শীঘ্রই রাস্তাটির সংস্কারের কাজ শুরু করব।