১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রস্তাব: উচ্চকক্ষে ৭৬ আসনে প্রত্যক্ষ ভোটের সুপারিশ

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় ঐকমত্য কমিশন দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থায় উচ্চকক্ষ গঠনের জন্য নতুন প্রস্তাব পেশ করেছে। সোমবার অনুষ্ঠিত কমিশনের দ্বিতীয় দফার সংলাপের ১৩তম দিনের অধিবেশনে উত্থাপিত প্রস্তাবে উচ্চকক্ষের জন্য ৭৬টি আসন নির্ধারণ এবং প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচনের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, দেশের ৬৪টি জেলা ও ১২টি সিটি করপোরেশন এলাকাকে উচ্চকক্ষের একক নির্বাচনী এলাকা হিসেবে বিবেচনা করা হবে। প্রতিটি এলাকা থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবেন। উচ্চকক্ষ ও নিম্নকক্ষ (জাতীয় সংসদ) নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

এর আগে সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থায় উচ্চকক্ষের নাম ‘সিনেট’ প্রস্তাব করেছিল। নতুন প্রস্তাবে বলা হয়েছে, উচ্চকক্ষ আইনি যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এবং নির্বাহী বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। জাতীয় ঐকমত্য কমিশনের এ সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top