নিজস্ব প্রতিনিধি:
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিদেশে উচ্চশিক্ষার নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে গ্রেফতার করেছে। সোমবার (১৪ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান এ তথ্য নিশ্চিত করেন।
গত বছরের অক্টোবরে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে এক হাজারের বেশি শিক্ষার্থীর টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, সংস্থাটি কানাডা, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম উপেক্ষা করে বিদেশি কলেজের ভুয়া অফার লেটার তৈরি করে এ প্রতারণা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী রুমন আলী লস্কর জানান, গড়ে প্রত্যেক শিক্ষার্থীর ২০ লাখ টাকা করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। গত ২৭ আগস্ট চেয়ারম্যান বাশারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হলেও নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।
সিআইডি সূত্রে জানা গেছে, মানিলন্ডারিং সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও তদন্ত অব্যাহত রয়েছে।